
"খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার"-এ প্রসেনজিত- জিতের জোর টক্কর
টলিউডের দুই জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ ও জিৎ এবার একসঙ্গে পর্দায় জুটি বেঁধে আসছেন। সেই হিন্দি ওয়েব সিরিজের ট্রেলার প্রকাশ হতেই তোলপাড় সৃষ্টি হয়েছে দর্শকদের মাঝে।
বহুদিন ধরেই টলিউডের দুই প্রজন্মের এই দুই তারকাকে একসাথে দেখতে মুখিয়ে ছিলেন তাদের ভক্ত- অনুরাগীরা। নীরাজ পাণ্ডে এই ওয়েবসিরিজের ঘোষণা দিতেই প্রতীক্ষায় তারা। ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর টিজার প্রকাশের পর থেকেই উৎসুক দর্শকমহলের আগ্রহ ট্রেলার দেখে আরও চরমে পৌঁছেছে ।
এই ওয়েব সিরিজের হাত ধরে প্রথমবারের মত টলিপাড়ার দুই প্রজন্মের দুই সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিৎ একসঙ্গে পর্দায় আসছেন বলেই
‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ নিয়ে শুরু থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। ট্রেলারে বাঘ- সিংহের লড়াইয়ের আভাস পেতেই তাদের উচ্ছ্বাস সীমাহীন।সোমবার (৩ ফেব্রুয়ারি), নেটফ্লিক্স ইনস্টাগ্রামে খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টারের মুক্তির দিন ঘোষণা করার পরে ৫ ফেব্রুয়ারি (বুধবার) সামনে এসেছে ট্রেলার।
সিরিজের ট্রেলার জুড়ে বিরাজ করেছে টানটান উত্তেজনা। ‘পুলিশ শাসক দলকে সুরক্ষা দেয়, আর শাসকদল সুরাক্ষা দেয় অপরাধীদের।’ এমনই এক ভয়েস ওভারে শুরু হয়েছে ট্রেলার যেখানে ড্রোন শটে দেখা যায় কলকাতা শহরকে এবং নিচে ফুটে ওঠে লেখা কলকাতা ২০০২। তারপর এক রাজনৈতিক জনসভায় নেতার বেশে দেখা যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যাকে যে সভায় উপস্থিত বিপুল জনতাকে উদ্দেশ্য করে হাত নাড়ছেন আর তারপরই আসতে থাকে একের পর এক খুনের দৃশ্য।
এসব খুনের পেছনে থাকা অপরাধীর চরিত্র শঙ্কর বড়ুয়ার ওরফে "বাঘা" রূপে দেখা মেলে শাশ্বত চট্টোপাধ্যায়ের যার সাথে আবার প্রসেনজিতের যোগসূত্র রয়েছে। এরপরই নানা গণ্ডগোলের মাঝে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা মেলে পরমব্রত চট্টোপাধ্যায়ের ও জিতের এবং বাঘাকে খুঁজে বের করার মিশনে বের হয়ে পড়েন তিনি। গোটা ট্রেলার জুড়ে উঠে এসেছে কলকাতা শহরে ঘটে যাওয়া অপরাধ, অপরাধী, রাজনৈতিক কার্যকলাপ আর পুলিশ প্রশাসনের ভূমিকার ছবি এবং ট্রেলারের শেষে ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে, কৈলাস খেরের গলায় সেই গান, ‘এক অউর রং ভি দেখিয়ে এই বাঙ্গাল কা…’।
এর আগে, সোমবার (৩ ফেব্রুয়ারি), নেটফ্লিক্স ইনস্টাগ্রামে খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টারের মুক্তির দিন ঘোষণা করতে গিয়ে একটি বিশেষ ভিডিও প্রকাশ করে যেখানে প্রসেনজিৎ ও জিৎ-কে আড্ডা দিতে দেখা যায়। প্রসেনজিৎ বলেন, ‘সবাই আমায় জিগ্গেস করছেন, 'বস আর বুম্বাদা একসাথ কব আ রাহা হ্যায়? মানে বাঘ আর সিংহ একসঙ্গে কবে আসছে!' প্রসেনজিৎ যখন কথাগুলি বলছিলেন, তখনও একফ্রেমে দেখা যায়নি জিৎ-কে।
এরপরই বুম্বাদা ক্যামেরার সামনেই চিৎকার করে জিৎকে ডাকতে থাকেন, 'কাঁহাপে হ্যায় ইয়ে জিৎ! জিৎ....' এবং বুম্বাদার ডাকে তড়িঘড়ি করে সেখানে টলিউড সুপারস্টারের আবির্ভাব। দৌড়ে এসে জিৎ বলেন, 'ইয়ে রাহা, ইয়ে রাহা, মানে হাই...' এবং এরপরই জিতের সঙ্গে রসিকতা করে প্রসেনজিৎ বলেন, 'বস হামেশা স্টাইল মারতা হ্যায়।' তখন জিতের উত্তর, 'আমি আর কোথায় বস! তুমিই তো ওজি বস। দ্য ইন্ডাস্ট্রি।’
আরও পড়ুনঃ- সবাইকে জানিয়েই বিয়ে করবেন তমা মির্জা
এরপর প্রসেনজিৎ বলেন, ‘শুনুন অ্যাকশন জিৎ সামলাবে,’ আর জিৎ তখন বলেন, ‘নাটক ওর থেকে ভালো আর কে সামলাতে পারবে! এর অর্থ হল ১০০ শতাংশ ধামাকা গ্যারান্টি’। আর বুম্বাদা বললেন, ‘কী তৈরি তো?’ আর এরপরই মুক্তির তারিখের ঘোষণা আসে।
এদিকে, সিরিজের প্রচারণাও নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা এবং এর জন্য নিয়োজিত হয়েছেন স্বয়ং প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলি। গত মঙ্গলবার ৪ মার্চ এই বিজ্ঞাপনে অংশ নিয়েছেন দাদা।বারুইপুরের বিনোদিনী স্টুডিয়োয় একেবারে খাঁকি পোশাকে, টানটান চেহারার মহারাজকে দেখে সকলের চোখ ধাঁধিয়ে গিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, খাঁকি ২-এর বিজ্ঞাপনী ছবিতে দেখানো হবে, এই সিরিজে পুলিশ অফিসার লাগবে শুনে, একেবারে পুলিশি পোশাক পরে দাদা অডিশন দিতে চলে এসেছেন । টেলিপাড়ার জনপ্রিয় পরিচালক অয়ন সেনগুপ্ত, যিনি আজকাল কাজ না পেয়ে, রাস্তার ধারে খাবারের দোকান দিয়েছেন, তিনি এই বিজ্ঞাপনে পরিচালকের ভূমিকায় অভিনয় করছেন যার কাছে অডিশন দিতে এসেছেন সৌরভ এবং দেবাশিস রায় এই প্রোজেক্টে প্রোডাকশন বয়ের চরিত্রে রয়েছেন। এই বিজ্ঞাপনী ছবির প্রযোজনায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
খাঁকির প্রথম পর্বে বিহারের অপরাধ জগতের সঙ্গে সেখানকার প্রশাসনিক দিক উঠে এসেছিল। আর এবার দ্বিতীয় পর্বে বাংলার অন্ধকার দিক, অপরাধ জগৎ এবং পুলিশি ব্যবস্থার গল্প চিত্রিত হয়েছে। সিরিজে জিৎ ও প্রসেনজিৎ ছাড়াও বিভিন্ন ভূমিকায় দেখা মেলে চিত্রঙ্গদা সিং, ঋত্বিক ভৌমিক, আদিল জাফর খান, শাশ্বত ও পরমব্রত চট্টোপাধ্যায়, মিঠুন পুত্র মিমো চক্রবর্তী, আকাঙ্খা সিং, পূজা চোপড়াদের।
নীরজ পাণ্ডে নিবেদিত এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন দেবব্রত মণ্ডল ও তুষারকান্তি রায়।খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার মুক্তি পাবে আগামী ২০ মার্চ, ২০২৫।
স্টাফ রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...